২৯ উদ্ধৃভাগ সরু ও অধোভাগ মোট । আমাশয়হইতে প্রায় ষোল হাত পৰ্য্যন্ত সে সরু, আর তন্মধ্যে ভুক্ত সামগ্রী থাকে। অন্য ভাগ প্রায় চারি হাত লম্বা হইবেক, সে মোটা, আর তাহাদ্বারা মল নিগত হয়। আর মোট চৰ্ম্মের একখানি পদ ঐ নলীর কিনারাহইতে মেরুহাড়ের সহিত সংলগ্ন হইয়া আন্ত্রিককে ধরিয়া রাখে । ঝিল্লি । আমাশয়ের নীচের কিনারাতে জালের ন্যায় অতিশয় পাতলা একখানি চৰ্ম্মবৎ বস্তু টাঙ্গন আছে, যাহাকে ঝিল্লি কহা যায়। ঐ ঝিল্লি আমাশয়ের নিকটহইতে নাভি অথবা নাভির নীচে পৰ্য্যন্ত বিস্তীর্ণ আছে, আর মোটা মানুষের শরীরে ঐ পদাতে অধিক চৰ্ব্বি জমা হয়, ও মনুষ্যেরা উত্তম সামগ্রী খাইলে অথবা উত্তম সুখভোগে থাকিলে উক্ত পদাতে অনেক চৰ্ব্বি জমা হয়, কিন্তু কোন ব্যামোহ আদি হইলে অথবা দৈব বিপাকে খাইতে না পাইলে ঐ পদার চৰ্ব্বি শরীরের মধ্যে প্রবেশ করিয়া তাহাকে বল দেয়, আর ঐ পদ আন্ত্রিককে সৰ্ব্বদা স্নিগ্ধ রাখিবার জন্যে তাহাকে ঢাকিয়া রাখিয়াছে। مبسے до 3
পাতা:চিকিৎসাসার.djvu/৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।