পাতা:চিকিৎসাসার.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8-O চতুঃপাশ্বে ব্যাপ্ত হইয়াছে, এই জন্যে জিহার দ্বারা দ্রব্যাদির আস্বাদন জানিতে পারা যায় । পঞ্চম। মেরুদণ্ডের প্রত্যেক গাইটের উভয় পাশ্বের দ্বারা মগজহইতে ইন্দ্রিয়তার উৎপন্ন হইয়া আসিয়া সৰ্ব্বশরীরে ব্যাপ্ত হইয়াছে, ও ঐ তারের দ্বারা ছুইতে পারা যায়। ইহার বিস্তারিত বিবরণ পূৰ্ব্বে লিখিয়াছি। ষষ্ঠ। গমনাগমন ও অন্য ২ কৰ্ম্মাদি করিবার জন্যে ইন্দ্রিয়তারসমূহ নিযুক্ত হইয়াছে, যথা, চক্ষুর পিচুটি ও জল ও কর্ণমল ও নাসিকার সিকুি ও খুধু ও মুত্র এবং ঘাম ইত্যাদি উৎপন্ন ও নির্গত করিবার জন্যে শরীরের মধ্যে স্থানে ২ প্রয়োজনানুসারে বিশেষ ২ তার নিযুক্ত হইয়াছে। আর শরীরের ইন্দ্রিয়তার নিযুক্ত হইয়াছে। ঐ তার ব্যতিরেকে শরীরের কোন কৰ্ম্মই হইতে পারে না। যদি স্যাৎ কোন আঘাতের দ্বারা শরীরের কোন স্থানের তার দৈবাৎ ছিন্ন হয় কিম্বা নষ্ট হয়, তবে সেই স্থানের গমনাদি কৰ্ম্ম সকল রহিত হয়, অর্থাৎ অঙ্গহীন হয়। ইহার উদাহরণ পক্ষাঘাতি লোক ।