8& گی চন্মের বিবরণ। মনুষ্যের শরীরে তিন পর্তা চৰ্ম্ম আছে, প্রথম অর্থাৎ ভিতরের পর্তা । সে চৰ্ম্ম মাংসের সহিত সংযুক্ত হইয়াছে তাহাতে রক্ত ও ইন্দ্রিয়তার গমনাগমন হইতেছে। সে চৰ্ম্ম অতিশয় পুরু। দ্বিতীয় অর্থাৎ মধ্যের পর্তা । সে চৰ্ম্ম উক্ত চৰ্ম্মহইতে পাতলা, তাহাতে বর্ণ ও গঠনের চিকু জানিতে পারা যায় । তৃতীয় অর্থাৎ উপরের পর্তা । উপর লিখিত দুই পৰ্ত্তাহইতে ইহা অতিশয় পাতলা ও নিৰ্ম্মল। এই চৰ্ম্মেতে তিন প্রকার গুণ আছে। প্রথম গুণ । শরীরের মাংসাদিকে রক্ষা করিবার জন্যে বাহ্য পদার্থের তেজ এবং পবনাদিকে মাংসাদির ভিতরে প্রবেশ করিতে দেয় না । দ্বিতীয় গুণ । শরীরের মাংসকে উত্তমৰূপে রাথিবীর জন্যে শিশির ও হিমাদিকে মাংসের ভিতরে প্রবেশ করিতে দেয় না। অতিশয় গ্রীন্ম হইলে লোমকূপ সকল খুলিয়া যায়, এই জন্যে ঐ চৰ্ম্মহইতে ঘাম নির্গত হইয়া শরীরকে স্নিগ্ধ করে, এবং শীত হইলে হিমাদি যেন শরীরের ভিতরে প্রবেশ করিতে না পারে, এই জন্যে লোমকূপ সকল বুজিয়া যায় । তৃতীয় গুণ। শরীরের ঐ চৰ্ম্মহইতে ঘাম নির্গত
পাতা:চিকিৎসাসার.djvu/৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।