পাতা:চিকিৎসাসার.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ぐ。 হইলে তাহার অবগুণ সকলকে বাহির করিয়া শরীরকে পরিষ্কার করায় । যদ্যপি কোন প্রকারে ঐ চৰ্ম্মের লোমকূপ বুজিয়া যায়, তবে শরীরের অবগুণ বাহির হইতে পারে না, এই নিমিত্তে মনুষ্যকে পীড়িত করিয়া নানা প্রকার জ্বরাদি রোগ শরীরে উদ্ভব করে । প্রসাবের বিবরণ। প্রস্রাবের জন্মস্থান গুদা, সেই গুদার চতুষ্পার্শ্বে অনেক শোষক নাড়ী আছে, সেই নাড়ী সকল রক্তের মধ্যহইতে প্রস্রাব রসকে শুষিয়া আনিয়া গুদার মধ্যে প্রবেশ করায়, পরে তাহা উভয় গুদাহইতে ছষ্টটি নলীর দ্বারা নির্গত হইয়া আসিয়া মুত্রাধারে অর্থাৎ ফোকনাতে প্রবেশ করে। সেই ফোকনা পূর্ণ হইলে প্রসাবপীড়া হয়, অর্থাৎ প্রস্রাব করিতে ইচ্ছা হয় ; তাহা হইলেই ঐ ফোকনা আপন ইচ্ছায় সংক্ষেপ করিবায় প্রস্রাবপথ দিয়া মুত্র বাহিরে নির্গত হয়। তাক্তার গুণ | প্রস্রাবের দ্বারা শরীরের অবগুণ বাহির হয় । যদি স্যাৎ কোন প্রকারে ঐ প্রস্রাব বদ্ধ হয়, তবে ঐ অবগুণ সকল পুনৰ্ব্বার শরীরে ব্যাপ্ত হয়, তাহাতে মনুষ্যের অহিত হয়।