পাতা:চিকিৎসাসার.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8% হাড়ের গুণ । শরীরের ভার সহিবার জন্যে হাড় সকল শক্ত ও দৃঢ় হইয়াছে, সে সহজে ভগ্ন হয় না। ঐ হাড়ের বাহির শক্ত ও ভিতর নরম ও ছিদ্রময় হইয়াছে, তৎপ্রযুক্ত তাহার মধ্যদিয়া হাড়ের রক্ত ও রস যাতায়াত করে । আর হস্ত পদের যে হাড়, তাহার মধ্যে ফুকর আছে; সেই ফুকরের মধ্যে ঘূতের ন্যায় বস্তু আছে, যাহাকে মজ্জা কহা যায়। বাল্যকালে হাড় সকল অতিশয় কোমল এবং নরম হওয়াতে সহজে ভগ্ন হইতে পারে না। যদি স্যাৎ কোন আঘাতদ্বারা ভগ্ন হয়, তবে শীঘ্ৰ জোড়া যাইতে পারে। বয়ঃক্রম অধিক হইলে হাড় নীরস হওয়াতে, সহজে ভগ্ন হইতে পারে, কিন্তু শীঘ্ৰ জোড়া যাইতে পারে না, অর্থাৎ জুড়িতে পারা যায় না । ইতি শরীরভেদের বিষয় সমাপ্ত ।