পাতা:চিকিৎসাসার.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@te ৩ দুৰ্ব্বল নাড়ী । এ নাড়ী অতি ক্ষণেতে চলে ও অতিশয় দুর্বল বোধ হয়। ইহাতে জানিতে পারা যায় যে শরীরে অল্প রক্ত আছে । ইহাতে জ্বরের ও ভেদের এবং নানা প্রকার দুৰ্ব্বল রোগের চিকু জানা যায়। ৪ ধীর নাজী । যখন নাড়ী অতি আস্তে ২ চলে, তাহাকেই ধীর নাড়ী বলা যায়। ঐ নাড়ীর দ্বারা বহু দিনের দুর্বল রোগাদির চিকু জানিতে পারা যায় । উপর লিখিত চারি প্রকার নাড়ী অধঃস্থ লিখনানুসারে কখন ২ এক সঙ্গে যুক্ত হইয়া চলে, অর্থাৎ জ্বর আরম্ভের সময় তেজঃপুঞ্জ ও চঞ্চল, আর জ্বরের শেষেতে চঞ্চল ও ছৰ্ব্বল নাড়ী এক সঙ্গে । যুক্ত হইয়া চলে। আর কোন ২ দুৰ্ব্বল রোগেতে দুৰ্ব্বল ও ধীর নাড়ী একত্র যুক্ত হইয়া চলে। নাড়ার বিষয়েতে লোকেরা যাহা কহেন যে শরীরের মধ্যে পবন গতায়াত করিতেছে, সে কেবল ভ্রান্তি । নাডাতে কেবল রক্ত চলে, আর বাত ও পিত্ত এবং শ্লেষ্মা অর্থাৎ বাই ও পিত্ত ও কফযুক্ত নাড়ী যাহা কহেন, সে সত্য নহে। আর হস্তে ও পদে এবং মস্তকে নাড়ী টিপিবণর দ্বারা রোগাদির চিহ্ল জানা যায় ।