এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
☾Ꮠ☾ রোগেতে এবং ভেদ ইত্যাদিতে এই প্রকার চিকু দেখিতে পাওয়া যায় । সপ্তম, চক্ষুর চিহ্ন । চক্ষুতে দুই প্রকার চিহ্ন আছে। ১ শুক্লবৰ্ণ । শরীরের রক্ত যখন অত্যন্ত বিগড়িয়া যায়, কিম্বা অল্প হয়, কিম্বা জলের ন্যায় হয়, তখন চক্ষুর ক্ষেত্র অতিশয় শুক্লবৰ্ণ দৃশ্য হয়। প্লীহারোগেতে এই চিকু বিশেষৰূপে দেখিতে পাওয়া যায়। ২ হরিদ্রাবর্ণ। চক্ষুর ক্ষেত্র যদি হরিদ্রাবর্ণ দৃশ্ব হয়, তবে জানিবে যে রক্তেতে কলিজার অধিক রস প্রবেশ করে। কলিজার জ্বরেতে ঐ প্রকার চিহ্ল দেখিতে পাওয়া যায় । রোগ প্রতীকারের উপায় । চৰ্ম্ম রোগাদি । কণ্ড অর্থাৎ চুলকন । চিয়। শরীর চুলকাইতে ২ চৰ্ম্মের উপরে কণ্ডয়ন অর্থাৎ ফুস্কুড়ী বাহির হয়, ফলতঃ চুলকাইবার সময়