পাতা:চিকিৎসাসার.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q? পাচড়া রোগের বিষয় । অন্য নাম, খোস । কছু। চিহ্ন । প্রথমে চৰ্ম্মের উপরে একটী ২ হইয়া বাহির হয়, পরে এক জায়গায় লিপ্ত হয়। অন্য প্রকার। চৰ্ম্মের উপর চুলকাইতে ২ তাহার মুখ ছিড়িয়া গিয়া কিঞ্চিৎ রস নির্গত হইয়া শুকিয়া যায়। পুনরায় চুলকাইতে ২ তাহার ছাল উঠিয়া যায় । কারণ । ১ । মন্দ খাদ্য হেতুক এবং ময়লার নিমিত্তে এই রোগ শরীরে উৎপন্ন হয় । ২ । সংস্পর্শে উক্ত রোগ জন্মে । উপায় । পারার প্রলেপ অৰ্দ্ধমাষা হিসাবে প্রত্যহ ঐ রোগের উপরে নূ্যনাধিক পঞ্চদশ দিবস পৰ্য্যন্ত মালিস করিলে আরাম হইবে। দাদ কিম্বা দন্দ্র রোগের বিষয় । চিহ্ন । চৰ্ম্মের উপরে স্থানে ২ অথবা সকল শরীরে চাক ২ হইয়া চুলকার ।