এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
&S কারণ । বোধ হয় যে শরীর ময়লা হইলে, ও মন্দ দ্রব্যাদি অহার করিলে, এবং শরীর গরম হওয়াতে এই রোগ হয়। পরন্তু যে দেশের বায়ু শীতল ও লোক সকল পরিষ্কার এবং উত্তম দ্রব্যাদি আহার করে, সে দেশেতে উক্ত রোগ হয় না । তাহার উপায় । এই রোগ জন্মিলেই প্রথমে এক বার জোলাপ দিবে, তাহাতে উদরের ময়লা পরিষ্কার হয়, পরে রক্ত মোক্ষণ করিবে । ঔষধ । সফেদ সম্বল . . . . . . . . • • ১ মাষা সাবান • • . . . . . . . . 8 જે এই কএক দ্রব্যকে একত্রে চুর্ণ করিয়া সম ভাগে ১৬ ষোলট বটিকা করিয়া প্রত্যহ সন্ধ্যার সময় একটীর হিসাবে ষোল দিবস পর্য্যন্ত খাওয়াইবে । ইহাতে যদি স্যাৎ, আরাম না হয়, তবে e জোলাপ দিয়া পেট পরিষ্কার করাইবে, ও উক্ত ধারানুসারে বটিকা করিয়া ষোল দিবস পর্য্যন্ত খাওয়াইবে ; ইহাতে আরাম হইতে পারে। উক্ত