এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
&yo ধারানুসারে চারি কিম্বা ছয় মাস পর্য্যন্ত চিকিৎসা করিলে রোগোপশম হইতে পারে। ঐ রোগ বহু দিবসের পুরাতন হইলে তাহার কোন উপায় পাওয়া যায় না । রক্তের রোগ । অর্থাৎ যে রোগ রক্তহইতে উৎপন্ন হইয়া সকল শরীরে ব্যাপ্ত হয় । জরের বিবরণ। জ্বরের কারণ । ১। সরদি। সরদি হইলে শরীরের লোমকূপ সকল বদ্ধ হইয়া ঘৰ্ম্ম নির্গত না হওয়া প্রযুক্ত শরীরের অবগুণ নির্গত না হওয়াতে শরীর খোলাসা না থাক প্রযুক্ত জ্বরের উৎপত্তি হয় ; সে অতি সামান্য জ্বর। শরীর অধিক গরম হইবার পরে শীঘ্র শীতল করিলেই সরদি হয়, আর অধিক পরিশুম করিতে ২ ঘাম বাহির হইলে পরে যদি স্যাৎ বাতাসে বৈসে কিম্বা শয়ন করে, তবে সরদি হয়। রাত্রিকালে বাহিরে শয়ন করিলে বা রাত্রের শীতল বাতাস শরীরে লাগিলে ঘাম নির্গত হওয়া বন্ধ হয়, ও তাহাতেও সরদি হয়। ভিজা বস্ত্র পরিধান করিয়া বসিলে কিম্বা