ఆ শয়ন করিলে সরদি হয়। ঐ প্রকার সরদিহইতে জ্বরের উৎপত্তি হয় । - ২। মন্দ বায়ু। যে সময়ে ক্ষেত্রের জল শুষ্ক হয় ও তাহাতে মরা ঘাস গাছাদি পচিয়া যায়, সেই সময়ে ঐ পচা দ্রব্যহইতে মন্দ বায়ু কিম্বা বাস্প উদ্ভব হয়, তাহাহইতে নানা প্রকার জ্বর, বিশেষতঃ পালাজ্বর অধিক হয়। এই নিমিত্তে জলাশয় স্থানেতে কিম্বা নিমু স্থানেতে ও বিলের এবং খালের নিকটে অধিক মন্দ বায়ু জন্মে। ঐ বায়ুদ্বারা জ্বরের উৎপত্তি হয়। স্রোতোজলহইতে মন্দ বায়ু জন্মে না। কিন্তু যে স্থানে অল্প ও স্থির জল থাকে, তাহার সেই জলে হুর্য্যের কিরণ লাগিলে সে পচিয়া যায় ও তাহাহইতে অনেক মন্দ বায়ু জন্মে। ঐ বায়ু দিবসেতে স্থৰ্য্যের তেজদ্বারা অতিশয় পাতলা হইয়া উপরে উঠে, এই হেতু বড় ক্ষতিজনক হইতে পারে না, সন্ধ্যাতে ও রাত্ৰিতে ঠাণ্ডা হওয়া প্রযুক্ত ঐ বায়ু নীচে বৈসে ও সেই সময়ে শরীরের ক্ষতিজনক হয়। অন্য বায়ুহইতে এই বায়ু অতিশয় ভারি, ঘরের কবাট বদ্ধ করিলে ঘরের ভিতরে অধিক যাইতে পারে না, এই জন্যে মসারির ভিতরে কিম্বা ঘরের কবাট বদ্ধ করিয়া শয়ন করিলে ভাল হয়। ৩ । মন্দ আহারাদি। কখন কোন মন্দ দ্রব্যাদি ভক্ষণ করিলে, যদি স্যাৎ সে দ্রব্যাদি জীর্ণ না হয়
পাতা:চিকিৎসাসার.djvu/৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।