এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৬৭ হার খাওয়াইবে । ঔষধের নিমিত্ত নীচের লিখিত দ্রব্যাদি ভাল । কুইনাইন • • • • • • • • • • ১ রতি । রেউচিনি . . . . . . . . . . ২ ঐ ইকষ্ট্রাক্ট জেনসন . . . . . . . - ১u ঐ এই কএক দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া তিনটী বটিকা করিয়া দুই সন্ধ্যাতে ছুইটী খাইবে । আর ঐ রোগের নিমিত্তে প্রত্যহ পরিষ্কারৰপে এক কিম্বা দুই দাস্ত আবশ্যক। শরীরে জ্বর থাকন কালীন আহারের জন্যে কেবল অলপ সাগুদানা, কিম্বা ফেন, কিম্ব পালে খাইতে দিবে। জ্বর সম্পূৰ্ণৰূপে আরাম হইলে পরেই অধিক খাইতে পারে, এমত বোধ হইলে এক কিম্বা দুই দিবস অন্তর কিঞ্চিৎ সুরুয়া থাইতে দিবে। পালাজুরের বিষয়। লক্ষণ । প্রথমে মস্তকের হাড় সমুহ বেদনা করে, শীত করে, কম্প হয়; কম্প বন্দ হইলে পরে জ্বর হয় : পিপাসা হয় ; দাস্ত হয় না; আর এক কিম্বা দুই কিম্বা তিন কিম্বা চারি দিবসান্তরে জ্বর হয়।