পাতা:চিকিৎসাসার.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*} ইহাতে দুর্বল ও চঞ্চল এই দুই নাড়ী একত্র যুক্ত হইয়া চলে। কারণ । এই প্রকার জ্বরের নানা প্রকার কারণ আছে। অন্য রোগহইতে তাহার উৎপত্তি হয়, যথা ক্ষয়কাস রোগেতে ফুসফুস পচিয়া যায়, ও শরীর দুৰ্ব্বল হয়, তাহাহইতে ঐ জ্বরের উৎপত্তি হয় । আর পীলে রোগেতে অর্থাৎ পীলে বড় হইবার সময়ে শরীর দুৰ্ব্বল হয়, তাহাতেও দুর্বল জ্বর হয়। এবং অজীর্ণ রোগেতেও দুর্বল জ্বর হয়, ঐ প্রকারের কোন ২ রোগ শরীরে উৎপন্ন হইলে শরীর দুৰ্ব্বল হওয়াতে ঐ জ্বরের উৎপত্তি হয় । উপায় । এই জ্বর আরাম হইবার নিমিত্তে কোন উপায় করা যাইবে না, কিন্তু যে রোগহইতে ঐ জ্বর হইতেছে, তাহার আরামের জন্য ঔষধাদি দিতে হইবে। সেই রোগ আরাম হইলে পরে তাহার সহিত উক্ত জ্বরও আরাম হইবে। যদি স্যাৎ শরীরের মধ্যে অন্য কোন রোগ না থাকে, কেবল দুৰ্ব্বলতা হেতু ঐ জ্বর হইয়া থাকে, তবে দুৰ্ব্বলতা শুধরাইবার নিমিত্তে নীচের লিখিত উপায় করিবে ।