পাতা:চিকিৎসাসার.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

?S উপর পানে তুলিয়া রাখিবে, ইহাতে সে স্থানের রক্ত সরিয়া যাইবে । অন্য প্রকার উপায় । সোরা . . . . . . . . ॥৭ অৰ্দ্ধ ছটাক কপূরের আরখ . . . ॥৩ ঐ জল . . . . . . . . . . ৯ ছটাক এই কএক দ্রব্যকে একত্র মিশাইয়া প্রত্যহ চারি বার খাইতে দিবে, ও এক ছটাক মালিস করিতে দিবে, আর যদি স্যাৎ অধিক বেদন হয়, কিম্বা ফুলিয়া উঠে তবে সরিষার পোলটস কিম্বা লঙ্কামরিচের পোলটীস তাহার উপরে বসাইবে, পরে অন্য উপায় করিবে । অন্য উপায় । সরিষার তৈল . . . . . . . . 9 ছটাক কপর . . . . . . . . . . . . ১ তোল ご、 দোবার মদ . . . . . . . . 9 ছটাক আফিম . . . . . . - ৬ মণষা সরিষার তৈল আর কপুর এই দুই দ্রব্যকে একত্র উত্তমৰূপে মিশ্ৰিত করিবে, যেন উভয়ের বর্ণ এক হয়। এবং মদিরা ও আফিম এই দুই দ্রব্যকেও ঐ প্রকার মিশ্ৰিত করিবে, পরে সকলকে একত্র মিশ্ৰিত করিয়া ঐ বেদনার উপরে মালিস করিবে ।