পাতা:চিকিৎসাসার.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q习 এই সকল দ্রব্যকে একত্র চুর্ণ করিয়া, অষ্ট ভাগ করিয়া প্রত্যেক ভাগকে মাথ গুড়ের সঙ্গে মিশিত করিয়া প্রত্যহ আট বারেতে খাইবে। আরাম হওন পৰ্য্যন্ত প্রত্যহ ঐ প্রকার করবে। পাশ্বশূলের বিবরণ। চিহ্ন । নিশ্বাস চলিবার সময়ে বেদন হইয়া বক্ষঃস্থলের নীচে শুল বিন্ধে, ও নাড়ী শীঘ্ৰ চলে, ও নিশ্বাস শীঘ্র বাহির হয়, ও শীত করে, ও অলপ জ্বর হয়, আর পাজরের নীচে শুল বিন্ধে, এবং নিশ্বাস লইতে অশক্ত হয়। এই রোগ কখন ২ এক পাশ্বে, এবং কখন ২ দুই পাশ্বে হয়, কিন্তু দুই পাশ্বে হইলেই আরাম হওয়া বড় কঠিন । কারণ । ফুসফুসের উপরে এবং বক্ষঃস্থলের নীচে যে পরদা আছে, সেই পরদার দাহ বশতঃ দুষ্ট রক্ত জমা হইলে ঐ রোগের উৎপত্তি হয়। উপায় । এই রোগ নিবারণের উপায় শীঘ্ৰ করিতে হয়, কারণ শীঘ্ৰ বন্দ না হইলে বক্ষঃস্থলের ভিতরে এক প্রকার রক্তময় জল, যাহাকে শীরম বলা যায়, তাহ