পাতা:চিত্রবিচিত্র-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ছোটো নদী
১৯

মহাবেগে কলকল
কোলাহল ওঠে,
ঘোলা জলে পাকগুলি
ঘুরে ঘুরে ছোটে।
দুই কূলে বনে বনে
প’ড়ে যায় সাড়া,
বরষার উৎসবে
জেগে ওঠে পাড়া।