পাতা:চিত্রবিচিত্র-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২২
সাধ


কত দিন ভাবে ফুল
উড়ে যাব কবে,
যেথা খুশি সেথা যাব,
ভারি মজা হবে।
তাই ফুল এক দিন
মেলি দিল ডানা।
প্রজাপতি হ’ল, তারে
কে করিবে মানা?

রোজ রোজ ভাবে ব’সে
প্রদীপের আলো,
উড়িতে পেতাম যদি
হ’ত বড়ো ভালো।
ভাবিতে ভাবিতে শেষে
কবে পেল পাখা।
জোনাকি হ’ল সে, ঘরে
যায় না তো রাখা।