পাতা:চিত্রবিচিত্র-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
সাধ
২৩

পুকুরের জল ভাবে
চুপ ক’রে থাকি—
হায় হায়, কী মজায়
উড়ে যায় পাখি।
তাই এক দিন বুঝি
ধোঁওয়া-ডানা মেলে
মেঘ হয়ে আকাশেতে
গেল অবহেলে।

আমি ভাবি ঘোড়া হ’য়ে
মাঠ হব পার।
কভু ভাবি মাছ হয়ে
কাটিব সাঁতার।
কভু ভাবি পাখি হয়ে
উড়িব গগনে।
কখনো হবে না সে কি
ভাবি যাহা মনে?