এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৬
তপস্যা
সূর্য চলেন ধীরে
সন্ন্যাসীবেশে
পশ্চিম নদীতীরে
সন্ধ্যার দেশে
বনপথে প্রান্তরে
লুণ্ঠিত করি
গৈরিক গােধূলির
ম্লান উত্তরী।
পিঠে লুটে পিঙ্গল
মেঘ জটাজূট,
শূন্যে চূর্ণ হ’ল
স্বর্ণমুকুট।
অন্তিম আলাে তাঁর
ওই তাে হারায়
রক্তিম গগনের
শেষ কিনারায়—