এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৫৪
উড়াে জাহাজ
ওরে যন্ত্রের পাখি,
ওরে রে আগুন-খাকী,
একি ডানা মেলি আকাশেতে এলি,
কোন্ নামে তােরে ডাকি?
কোন রাক্ষুসে চিলে
কী বিকট হাড়গিলে
পেড়েছিল ডিম প্রকাণ্ড ভীম,
তােরে সে জন্ম দিলে।
কোন্ বটে, কোন্ শালে,
কোন্ সে লােহার ডালে,
কিরকম গাছে তাের বাসা আছে
দেখি নি তাে কোনাে কালে।
যখন ভ্রমণ করাে
গান কেন নাহি ধরাে—
কোন ভূতে হায় চাবুক কষায়,
গোঁ গোঁ ক’রে ক’রে মরো।