পাতা:চিত্রবিচিত্র-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৭৭
খাপছাড়া

গাড়িতে মদের পিপে
ছিল তেরাে-চোদ্দ।
এঞ্জিনে জল দিতে
দিল ভুলে মদ্য।
চাকাগুলাে ধেয়ে করে
ধান-খেত ধ্বংসন।
বাঁশি ডাকে কেঁদে কেঁদে—
কোথা কানুজংশন?
ট্রেন করে মাৎলামি।
নেহাৎ অবােধ্য।
সাবধান করে দিতে
কবি লেখে পদ্য।