এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৮২
চলচ্চিত্র
মাথার থেকে ধানি রঙের
ওড়্নাখানা সরে যায়,
চীনের টবে হাসনুহানার
গন্ধে বাতাস ভরে যায়।
তিনটে পাঠান মালী আছে।
নবাব-জাদার বাগানে,
দুয়ারে তার ডালকুত্তো
চীৎকারে-রাত-জাগানে।
ধানশ্রীতে সানাই বাজে
কুঞ্জবাবুর ফটকে,
দেউড়িতে ভিড় জমে গেছে
নাটক দেখার চটকে।
কোমর-ঘেরা আঁচলখানা,
হাতে পানের কৌটা,
ঘােষ-পাড়াতে হন্হনিয়ে
চলে নাপিত-বউটা।
গাছে চ’ড়ে রাখাল ছোঁড়া
জোগায় কাঁচা সুপুরি,
দু বেলা পান বাঁধা আছে,
আরো আছে উপুরি।