এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
চলচ্চিত্র
৮৫
মাঠের পারে ধকধকিয়ে
চলতি গাড়ির ধোঁওয়া
আকাশ বেয়ে হেঁটে চলে
কালাে বাঘের রোওয়া।
কাঁসারিটা বাজিয়ে কাঁসা
জাগায় গলিটাকে
কুকুরগুলাের অসহ্য হয়,
আর্তনাদে ডাকে।
ভিজে চুলের ঝুটি বেঁধে
বসে আছেন কন্যে,
মােচার ঘণ্ট বানাতে চান
কোন মানুষের জন্যে!
গামলা চেটে পরখ করে
গাইটা দড়ি-বাঁধা,
উঠোনের এক কোণে জমা
কয়লা-গুড়াের গাদা।
ভালুক-নাচের ডুগডুগি ওই
বাজছে ও পাড়াতে,
কোন-দিশী ওই বেদের মেয়ে
নাচায় লাঠি হাতে।
অশথ-তলায় পাটল গােরু
আরামে চোখ বােজে।