এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৮৬
চিত্রবিচিত্র
ছাগল-ছানা ঘুরে বেড়ায়।
কচি ঘাসের খোঁজে।
হঠাৎ কখন বাদুলে মেঘ
জুটল দলে দলে,
পশলা কয়েক বৃষ্টি হতেই
মাঠ ভাসালাে জলে।
মাথায় তুলে কচুর পাতা।
সাঁওতালি সব মেয়ে
উচ্চহাসির রােল তুলে যায়
গাঁয়ের পথে ধেয়ে।
মাথায় চাদর বেঁধে নিয়ে
হাট ভেঙে যায় হাটুরে,
ভিজে কাঠের আঁটি বেঁধে।
চলছে ছুটে কাঠুরে।
বিজুলি যায় সাপ খেলিয়ে লকলকি,
বাঁশের পাতা চমকে ওঠে ঝকঝকি।
চড়ক-ডাঙায় ঢাক বাজে ওই ড্যাডাঙ, ড্যাঙ।
মাঠে মাঠে মকমকিয়ে ডাকে ব্যাঙ।