এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৮৭
পিয়ারি
আসিল দিয়াড়ি হাতে
রাজার ঝিয়ারি
খিড়কির আঙিনায়,
নামটি পিয়ারি।
আমি শুধালেম তারে,
এসেছ কী লাগি!
সে কহিল চুপে চুপে,
‘কিছু নাহি মাগি।
আমি চাই, ভালাে করে
চিনে রাখাে মােরে,
আমার এ আললাটিতে
মন লহো ভরে।
আমি যে তােমার দ্বারে
করি আসা যাওয়া,
তাই হেথা বকুলের
বনে দেয় হাওয়া।