পাতা:চিত্রবিচিত্র-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পিয়ারি
৮৯

অরুণের আভা লাগে
সকালের মেঘে,
‘এসেছে পিয়ারি’ বলে
বন ওঠে জেগে।
পূর্ণিমা মারাতে আসে।
ফাগুনের দোল,
‘পিয়ারি পিয়ারি’ রবে।
ওঠে উতরােল।
আমের মুকুলে হাওয়া
মেতে ওঠে গ্রামে,
চারি দিকে বাঁশি বাজে
পিয়ারির নামে।
শরতে ভরিয়া উঠে
যমুনার বারি,
কূলে কূলে গেয়ে চলে
‘পিয়ারি পিয়ারি'।