পাতা:চিত্রাঙ্গদা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৪
অর্জুন ও চিত্রাঙ্গদা
চিত্রাঙ্গদা

কী দেখিছ বীর?

অর্জুন

দেখিতেছি পুষ্পবৃন্ত
ধরি, কোমল অঙ্গুলিগুলি রচিতেছে
মালা; নিপুণতা চারুতায় দুই বোনে
মিলি, খেলা করিতেছে যেন সারাবেলা
চঞ্চল উল্লাসে, অঙ্গুলির আগে আগে।
দেখিতেছি আর ভাবিতেছি।

চিত্রাঙ্গদা

কী ভাবিছ?

অর্জুন

ভাবিতেছি, অমনি সুন্দর ক’রে ধ’রে
সরসিয়া ওই রাঙা পরশের রসে
প্রবাসদিবসগুলি গেঁথে গেঁথে, প্রিয়ে,
অমনি রচিবে মালা; মাথায় পরিয়া
অক্ষয়-আনন্দ-হার গৃহে ফিরে যাব।

৪১