পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১০২
চিত্রা।


অশ্রু জলধারা, যদি দুদিনের পরে
কেহ তারে ছেড়ে যায় দুদণ্ডের তরে!
যত ক্ষুদ্র যত ক্ষীণ যত অভাজন
যত পাপী তাপী, মেলি’ ব্যর্থ আলিঙ্গন
সবারে কোমলবক্ষে বাঁধিবারে চায়-
ধূলিমাখা তনুষ্পর্শে হৃদয় জুড়ায়
জননীর। স্বর্গে তব বহুক্‌ অমৃত,
মর্ত্ত্যে থাক্ সুখে দুঃখে অনন্ত মিশ্রিত
প্রেমধারা-অশ্রু জলে চিরশ্যাম করি
ভূতলের স্বর্গখণ্ডগুলি!
হে অপ্সরি,
তোমার নয়নজ্যোতি প্রেমবেদ নায়
কভু না হউক্‌ ম্লান-লইনু বিদায়;
তুমি কারে করনা প্রার্থনা-কানো তরে
নাহি শোক! ধরাতলে দীনতম ঘরে
যদি জন্মে প্রেয়সী আমার, নদী তীরে
কোনো এক গ্রামপ্রান্তে প্রচ্ছন্ন কুটীরে
অশ্বখছায়ায়, সে বালিকা বক্ষে তার
রাখিবে সঞ্চয় করি সুধার ভাণ্ডার