পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৪০
চিত্রা।


“ভব-নদীতীরে হৃদি মন্দিরে
দেবতা বিরাজে,
পুজা সমাপিয়া এসেছি ফিরিয়া
আপনার কাজে।
বিদায়ের ক্ষণে শুধাল পূজারী,—
দেবীরে কি দিলে?
তব জুনমের শ্রেষ্ঠ কি ধন
ছিল এ নিখিলে?—
কহিলাম আমি-সঁপিয়া এসেছি
পূজা-উপহার
আমার বীণায় ছিল যে একটি
সুবর্ণ তার;
যে তারে আমার হৃদয়বনের
যত মধুকর
ক্ষণেকে ক্ষণেকে ধ্বনিয়া তুলিত
গুঞ্জন স্বর,—
যে তারে আমার কোকিল গাহিত
বসন্ত গান-
সেইখানি আমি দেবতা চরণে
করিয়াছি দান।