পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৮
চিত্রা।

বসিয়া আপন দ্বারে
ভালমন্দ বল তারে
যাহা ইচ্ছা তাই!
অনন্ত জনম মাঝে
গেছে সে অনন্ত কাজে,
সে আর সে নাই।
আর পরিচিত মুখে
তোমাদের দুখে সুখে
আসিবে না ফিরে,
তবে তার কথা থাক্‌,
যে গেছে সে চলে যাক্‌
বিস্মৃতির তীরে!


জানিনা কিসের তরে
যে যাহার কাজ করে
সংসারে আসিয়া,
ভাল মন্দ শেষ করি
যায় জীর্ণ জন্মতরী
কোথায় ভাসিয়া!