পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
অন্তর্যামী।
৪৫

কেন রাখিলে না সবার জগতে
জনতার মাঝখানে?
জীবন-পোড়ানো এ হোম-অনল
সে দিন কি হবে সহসা সফল?
সেই শিখা হতে রূপ নির্ম্মল
বাহিরি’ আসিবে বুঝি!
সব জটিলতা হইবে সরল
তোমারে পাইব খুঁজি!


ছাড়ি কৌতুক নিত্য-নুতন
ওগো কৌতুকময়ী
জীবনের শেষে কি নুতন বেশে
দেখা দিবে মোরে অয়ি?
চির দিবসের মর্ম্মের ব্যথা,
শত জনমের চির সফলতা,
আমার প্রেয়সী, আমার দেবতা,
আমার বিশ্বরূপী,
মরণ-নিশায় উষা বিকাশিয়া
শ্রান্ত জনের শিয়রে আসিয়া