পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৫৮
চিত্রা।


কি গোত্র তোমার, সৌম্য, প্রিয়-দরশন?—
তুলি শির কহিলা বালক-ভগবন,
নাহি জানি কি গোত্র আমার। পুছিলাম
জননীরে;—কহিলেন তিনি,—সত্যকাম,
বহু-পরিচর্য্যা করি পেয়েছিনু তোরে,
জন্মেছি ভর্তৃহীনা জবালার ক্রোড়ে-
গোত্র তব নাহি জানি।
শুনি সে বারতা
ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা,—
মধুচক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল
পতঙ্গের নত-সবে বিস্ময়-বিকল,
কেহ বা হাসিল, কেহ করিল ধিক্কার
লজ্জাহীন অনার্য্যের হেরি অহঙ্কার।

উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন
বাহু মেলি,—বালকেরে করি আলিঙ্গন
কহিলেন-অব্রাহ্মণ নহ তুমি, তাত।
তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুলজাত!

৭ ফাল্গুন,
১৩০১