পাতা:চৈতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

জাগরণসম তুমি
 আমার ললাট চুমি
  উদিছ নয়নে।
সুষুপ্তির প্রান্ততীরে
 দেখা দাও ধীরে ধীরে
  নবীন কিরণে।
দেখিতে দেখিতে শেষে
সকল হৃদয়ে এসে
দাঁড়াও আকুলকেশে
  রাতুল চরণে
সকল আকাশ টুটে
তোমাতে ভরিয়া উঠে,
সকল কানন ফুটে
  জীবনে যৌবনে।
জাগরণসম তুমি
 আমার ললাট চুমি
 উদিছ নয়নে।

৭৩