পাতা:চৈতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

কুসুমের মতো শ্বসি
 পড়িতেছ খসি খসি
  মোর বক্ষ-’পরে।
গোপন শিশিরছলে
 বিন্দু বিন্দু অশ্রুজলে
  প্রাণ সিক্ত করে।
নিঃশব্দ সৌরভরাশি
পরানে পশিছে আসি—
সুখস্বপ্ন পরকাশি
  নিভৃত অন্তরে।
পরশপুলকে-ভোর
চোখে আসে ঘুমঘোর,
তোমার চুম্বন মোর
  সর্বাঙ্গে সঞ্চরে।
কুসুমের মতো শ্বসি
 পড়িতেছ খসি খসি
  মোর বক্ষ-’পরে।

২৯ চৈত্র, ১৩০২

৭৪