এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কুমারসম্ভবগান
যখন শুনালে কবি, দেবদম্পতিরে
কুমারসম্ভবগান— চারি দিকে ঘিরে
দাঁড়ালো প্রমথগণ; শিখরের ’পর
নামিল মন্থর শান্ত সন্ধ্যামেঘস্তর
স্থগিত বিদ্যুৎলীলা, গর্জন বিরত;
কুমারের শিখী করি পুচ্ছ অবনত
স্থির হয়ে দাঁড়াইল পার্বতীর পাশে
বাঁকায়ে উন্নত গ্রীবা। কভু স্মিতহাসে
কাঁপিল দেবীর ওষ্ঠ, কভু দীর্ঘশ্বাস
অলক্ষ্যে বহিল, কভু অশ্রুজলোচ্ছ্বাস
দেখা দিল আঁখিপ্রান্তে—যবে অবশেষে
ব্যাকুল শরমখানি নয়ননিমেষে
নামিল নীরবে, কবি, চাহি দেবী-পানে
সহসা থামিলে তুমি অসমাপ্ত গানে।
১৫ শ্রাবণ ১৩০৩
৯৫