পাতা:চৈতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রার্থনা

আজি কোন্‌ ধন হতে বিশ্ব আমারে
কোন্‌ জনে করে বঞ্চিত—
তব    চরণ-কমল-রতন-রেণুকা
অন্তরে আছে সঞ্চিত।
কত   নিঠুর কঠোর দরশে ঘরষে
 মর্ম-মাঝারে শল্য বরষে
 তবু প্রাণমন পীযূষপরশে
পলে পলে পুলকাঞ্চিত।
আজি  কিসের পিপাসা মিটিল না, ওগো
পরম-পরান-বল্লভ!
চিতে   চিরসুধা করে সঞ্চার, তব
সকরুণ করপল্লব।
হেথা   কত দিনে রাতে অপমানঘাতে
আছি নতশির গঞ্জিত,
তবু     চিত্তললাট তোমারি স্বকরে
রয়েছে তিলকরঞ্জিত।
হেথা    কে আমার কানে কঠিন বচনে
বাজায় বিরোধঝঞ্ঝনা!

৯৮