পাতা:ছবি ও গান-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩০
ছবি ও গান

নূপুরগুলি রণ-রণি,
চাঁদের আলোয় কোথায় কে লুকাবে।

চল দূরে নদীতীরে,
ব'সে সেথায় ধীরে ধীরে,
এক্‌টি শুধু বাঁশরী বাজাও। .
আকাশেতে হাসবে বিধু,
মধু কষ্ঠে মৃদু মৃদু
এক্‌টি শুধু সুখেরি গান গাও।
দূর হতে আসিয়া কানে
পশিবে সে প্রাণের প্রাণে
স্বপনেতে স্বপন ঢালিয়ে।
ছায়াময়ী মেয়েগুলি
গানের স্রোতে দুলি দুলি,
ব'সে রবে গালে হাত দিয়ে।

গাহিতে গাহিতে তুমি বালা
গেঁথে রাখ মালতীর মালা।
ও যখন ঘুমাইবে গলায় পরায়ে দিবে
স্বপনে মিশিবে ফুলবাস।
ঘুমন্ত মুখের পরে চেয়ে থেকে প্রেমভরে
মুখেতে ফুটিবে মৃদু হাস।