এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩২
ছবি ও গান
বৃষ্টিবারি নেচে বেড়ায়,
ছেলেরা মেতে বেড়ায় জলে,
মেয়েগুলি কলসী নিয়ে,
চলে আসে পথ দিয়ে,
আঁধারভরা গাছের তলে তলে।
কে জানে কি মনেতে আশ,
উঠছে ধীরে দীর্ঘ-নিশাস,
বায়ু উঠে শ্বসিয়া খসিয়া।
ডালপালা হাহা করে
বৃষ্টি-বিন্দু ঝ'রে পড়ে
পাতা পড়ে খসিয়া খসিয়া।
আর্ত্তস্বর
শ্রাবণে গভীর নিশি, দিগ্বিদিক আছে মিশি,
মেঘেতে মেঘেতে ঘন বাঁধা,
কোথা শশি, কোথা তারা, মেঘারণ্যে পথহারা
আঁধারে আঁধারে সব আঁধা!
জ্বলন্ত বিদ্যুৎ অহি ক্ষণে ক্ষণে রহি রহি
অন্ধকারে করিছে দংশন।