এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৬৬
ছবি ও গান
আঁধারে নিজের পানে চেয়ে দেখি, ভাল করে।
দেখিতে না পাই,
হৃদয়ে অজানা দেশে পাথী গায় ফুল ফোটে
পথ জানি নাই।
অন্ধকারে আপনারে দেথিতে না পাই যত
তত ভালবাসি,
তত তারে বুকে করে বাহুতে বাধিয়া ল’য়ে
হরমেতে ভাসি।
তত যেন মনে হয় পাছে রে চলিতে পথে।
তৃণ ফুটে পায়,
যতনের ধন পাছে চমকি কাদিয়া ওঠে
কুসুরে ঘায়।
সদা হয় অবিশ্বাস কারেও চিনি না হেথা
সবি অনুমান,
ভালবেসে কাছে গেণে দূরে চলে যায় সবে,
ভয়ে কাপে প্রাণ।
গোপনেতে অস্ত্র ফেলে, মুছে ফেলে, পাছে কেক
দেখিবারে পায়,
মরমের দীর্ঘশ্বাস মরমে রুধিয়া রাখে।
পাছে শোনা যায়।
সথারে কঁাদিয়া। বলে—“বড় সাধ যায় সখা,
দেখি ভাল করে,
তুই শৈশবের বধু চিরজন্ম কেটে গেল
দেখিছু না ভোরে।