পাতা:জয়তু নেতাজী.djvu/২০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

১৲

বার্ত্তা বাঙালীই প্রথম হইতে বহন করিয়াছে; কি হেতু তাহা সম্ভব হইয়াছে, সে কথা আমি পূর্ব্বে বলিয়াছি। ভারতের স্বাধীনতা-যজ্ঞে বাঙালীর এই পৌরোহিত্য সকল সত্যনিষ্ঠ ভারতবাসীই স্বীকার করিবেন। শ্রীযুক্ত সীতারামাইয়া রচিত কংগ্রেসের সরকারী ইতিহাস তাহা করে নাই, যথা―

 In the history of the struggle for Indian Independence Bengal occupies a unique position among the provinces of India. It has not only played a prominent role in strengthening the foundations of the Indian National Congress but has always made the most valuable contribution towards the fight for the emancipation of the country. The people of this country may rightly be called the inspirers of the rational movement in India (Durlab Singh The Rebel President P 37)

 কিন্তু আরও একজন পণ্ডিত ও চিন্তাশীল অ-বাঙালী লেখক বাংলা ও বাঙালীর সম্বন্ধে যাহা বলিয়াছেন তাহাও হয় ত’ নিতান্ত মিথ্যা নহে―

 This province on the extreme eastern fringe of India has been a problem child. It has a keen resemblance to Catalonia, that hotbed of extremists in Spain for ever trying to break away from the rest of the country and at the same time trying to assimilate it.. One thing however is clear—It has the separatist and rebellious spirit which has inspired Catalonia. And it is essentially paradoxical. For Bengal, like Catalonia, likes and dislikes the rest of the country. It wants to win it over and yet has often broken loose from it.’ (Hiralal Seth Subhas C Bose. P 17.)

 উপরি-উদ্ধৃত উক্তিতে বাঙালী সম্বন্ধে যে দুইটি মন্তব্য আছে, সে দুইটিই গুরুতর; একটি তাহার শাক্ত মনোবৃত্তি, বা উগ্র, চরমপন্থী প্রকৃতির কথা―লেখক এই অর্থেই বাঙালীকে ‘extremist’ বলিয়া