পাতা:জয়তু নেতাজী.djvu/২১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৭০
জয়তু নেতাজী

কি ছিল? তাহার পরে, এবং এখনও পর্য্যন্ত, সেই মতলবটিই দিনদিন ফলােম্মুখ হইয়া উঠিতেছে দেখিয়াও, সে কি, নিশ্চিন্ত-নিরুপায় হইয়া থাকে নাই? এখন সাধু সাজিয়া, মুখে সেই অপরাধ স্বীকার করিলে কি হইবে? ইহার জন্য সমগ্রজাতি নিকটে গুরুতর জবাবদিহি আছে।]

* * *

 “The Working Committee are anxious to find any excuse or justification for postponing the struggle sine die. In future we shall probably hear of more messengers coming from Great Britain with frequency and regularity.”

 [হাঁ, আসিয়াছে, আসিতেছে, এবং আরও আসিবে―যতদিন না কংগ্রেস পূরা-স্বাধীনতা লাভ করে। আজিও আসিতেছে, যদিও প্রকাশ্যে নয়। এই দিব্যজ্ঞানের জন্যই ত’ সুভাষচন্দ্র ঘরে-পরে লাঞ্চনা ভোগ করিয়াছিলেন।]

* * *

 "The Rightists entertain hopes of a compromise with British Imperialism, or of getting back to power in the provinces.”

 [উহাই যে কংগ্রেসের স্বর্গলাভ, উহাই স্বাধীনতা, উহাই সর্ব্বার্থসিদ্ধি―তাহাতে কি আর সন্দেহ আছে? অনেক সাধ্য-সাধনায় ওইটুকু সে লাভ করিয়াছে, এখন তাহা রক্ষা করিবার জন্য জাতি-কুলমান সকলই বিসর্জ্জন দিবে। দিল্লীর মসনদে বসিয়া সর্দ্দার পাটেলের মতি-গতি যেরূপ প্রকাশ পাইতেছে তাহাতে আশ্চর্য্য হইবার কি আছে?]