পাতা:জয়তু নেতাজী.djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশিষ্ট
১৭১

কংগ্রেসের ধর্ম্মচ্যুতি―তাহার কারণ

 “The tragedy that has overtaken the uppor ranks of the Congress leadership is due primarily to demoralisation that followed in the wake of office-acceptance....

 Lust for power has seized the upper ranks of our leadership―not the power that follows from Independence, but such power as will come through a compromise with Imperialism.”

 [প্রথম বাক্যটিতে, সুভাষচন্দ্র যাহা পরে ঘটিয়াছে বলিয়াছেন, তাহাতে তাঁহার উদারতাই প্রকাশ পাইয়াছে। আসলে ঐ office-acceptance-এর লােভ পূর্ব্বেই এমন দুর্দ্দমনীয় হইয়াছিল,―আপাতকর্তৃত্ত্বের সেই সামান্য ক্ষমতাটুকুও এমন পরমার্থ বলিয়া মনে হইয়াছিল যে, তাহারই জন্য ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা’র এমন সাংঘাতিক সর্ত্তেও রাজী হইতে বাধে নাই―‘না-গ্রহণ না-বর্জ্জন’রূপ একটা কথার ভেল্কির দ্বারা তাহাকে ঢাকিয়া লইতে হইয়াছিল।]

নেতৃত্বের ন্যায়সঙ্গত অধিকার

 “A nation feels grateful for a leader's past services and may love him for the same ... Past suffering and sacrifice can never be a passport to future leadership under all circumstances....

 “In a nation that has been enslaved or suffers from a slave-mentality, it is somewhat