পাতা:জয়তু নেতাজী.djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশিষ্ট
১৭৯

ছিলাম, শত্রুগণ য়ুরােপে ও বর্ম্মায় তাহাদের সদ্য-জয়লাভের পর, এক্ষণে নূতন করিয়া তাহাদের রণ-নীতি ও রাষ্ট্রনীতির আক্রমণ বিস্তার করিবে, অতএব তাহাদের সেই আক্রমণের ও প্রস্তুত হইবার জন্য এমন একটি স্থান নির্ব্বাচন করিতে হইয়াছে, যেখান হইতে আবশ্যক হইলে ভারতবর্ষের সহিত সংবাদ আদান-প্রদানের সুবিধা হইতে পারে। এই একটিমাত্র কাৰণে আমি এক্ষণে বর্ম্মা ত্যাগ করিয়া সিঙ্গাপুরে অবস্থান করিতেছি।

 দেশের ঐ সঙ্কট ঘনীভূত হওয়ার কারণ এই যে,―যে সকল নেতা তিন বৎসর পূর্ব্বেও “হয় স্বাধীনতা, নয় মৃত্যু” বলিয়া উচৈঃস্বরে ঘােষণা করিয়াছিলেন, তাঁহারাই এক্ষণে লর্ড ওয়াভেলের প্রস্তাবিত সর্ত্তে ব্রিটিশ গবর্ণমেণ্টের সহিত রফা করিতে উদ্যত হইয়াছেন। এইরূপ ইচ্ছা দুই কারণে গর্হিত ও ভ্রমাত্মক। প্রথমতঃ, স্বাধীনতার বিষয়ে কোন রফাই চলিতে পারে না।দ্বিতীয়তঃ, বর্ত্তমান পরিস্থিতির সম্বন্ধে দেশবাসীর ধারণা যথার্থ নহে, আমরা যদি এখনও ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম চালাইয়া যাই, তবে যুদ্ধের শেষে স্বাধীনতা-লাভ অবশ্যম্ভাবী।

 যাঁহারা আমার এই কথাগুলি বেতার-যোগে শুনিতেছেন তাঁহাদের মনে যদি এমন সন্দেহ থাকে যে, আমি জগতের সকল ঘটনার সম্পূর্ণ সংবাদ রাখি না, তবে আমি সে বিষয়ে একটিমাত্র প্রমাণ দিব। গত এক সপ্তাহে আমি বেতাবে যা সকল আলােচনা করিয়াছি, তাহা হইতে সকলেই ইহা লক্ষ্য করিয়া থাকিবেন যে,―ভারতবর্ষের প্রাত্যহিক ঘটনার কোনটাই আমার অজ্ঞাত থাকে না; ভারতের সংবাদও যদি আমার পক্ষে সুলভ হয়, তবে পৃথিবীর আর সকল স্থানের সর্ব্ববিধ সংবাদ আমার পক্ষে আবও কত সুলভ! অপর পক্ষে, যাহারা ভারতবর্ষের মধ্যে আছে, এবং সেই হেতু ইঙ্গ মার্কিন জগতের সংবাদ যাহাদের