পাতা:জয়তু নেতাজী.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

১৵৹

নেতাজী সুভাষচন্দ্রেরই জয় হইবে, তাঁহার সেই মহাজাতি-প্রেম সমগ্র ভারতকে পুনরুজ্জীবিত ও পুনরুত্থিত করিবে।

যত্র যোগেশ্বর: কৃষ্ণো যত্র পার্থো ধনুৰ্দ্ধরঃ।
 তত্র শ্রীর্বিজয়ো ভূতি ধ্রুর্বা নীতির্ম্মতির্ম্মম॥

জয়তু নেতাজী!

বাগনান, বি-এন্-আর,

১১ই, অগ্রহায়ণ, ১৩৫৩ ৷