দুষ্প্রাপ্য, এবং যাহারা শত্রুগণের মিথ্যা প্রচার-কর্ম্মের দ্বারা প্রভাবিত না হইয়া পারে না, তাহারা সকল দিকের সব সংবাদ মিলাইয়া সারা পৃথিবীর পরিস্থিতি বুঝিয়া লইবে কেমন করিয়া?
আজ সমগ্র জগতের ভাগ্য পরিবর্ত্তিত হইতে চলিয়াছে, ভারতের ভাগ্যও অনেক পরিমাণে তাহার সহিত জড়িত আছে। জিজ্ঞাসা করিতে পারেন, দেশের কয়েকজন অগ্রগণ্য নেতাও যখন ভরসাহীন হইয়া পড়িয়াছেন, তখন আমি কোন কারণে কিছুমাত্র নিরাশ হই নাই? কারণ প্রধানতঃ দুইটি। আমরা ব্রিটিশ ও তাহার মিত্র-সেনার সহিত সশস্ত্র যুদ্ধ করিতেছি; বর্ম্মায় আমাদের কিঞ্চিৎ ভাগ্য বিপর্য্যয় ঘটিলেও, পূর্ব্ব-এশিয়ার বর্ত্তমান পরিস্থিতি আদৌ নৈরাশ্যজনক নয়। দ্বিতীয়তঃ, ভারতের সমস্যা এখন আন্তর্জ্জাতিক সমস্যা হইয়া দাঁড়াইয়াছে। যদি উহা ব্রিটিশ সাম্রাজ্যের ভিতরই একটা পৃথক ঘরোয়া মিটমাটের বিষয় হইতে না পায়, তবে বাহিরে, জগতের দরবারে ঐ সমস্যার মীমাংসা হইতে বাধ্য। তোমরা কি কানে শুনিতে ও চোখে দেখিতে পাইতেছ না―'সিরিয়া ও লেবানন (Syria, Lebanon) এই যুদ্ধের সুযোগে তাহাদের দাবী উদ্যত করিয়াছে, এবং তদ্বারা সর্ব্বজাতি-সংসদে তাহারা কেমন মতানৈক্য সৃষ্টি করিয়াছে? আমরা কি সিরিয়া ও লেবাননের নেতাদের তুলনায় অজ্ঞ বা অদূরদর্শী। কিন্তু ভারতবর্ষের দাবী ঐরূপ ঘরােয়া মিটমাটের বিষয় না হইয়া যাহাতে উহা জাতিসংঘের বিচারাধীন হয় তজ্জন্য দুইটি কাজ করা একান্ত আবশ্যক। প্রথম, ব্রিটিশের সহিত ভিতরে ভিতরে কোনরূপ রফা কিছুতেই না করা; দ্বিতীয়, বৈঠকী আলাপ আলােচনার পরিবর্ত্তে, অস্ত্র-সাহায্যে সেই দাবিকে দৃঢ় কৰি তোলা।..
আমি বুঝিতে পারিতেছি, দেশের কোন কোন নেতা ব্রিটিশের