সহিত ঐরূপ রফা করিবার জন্য উদ্গ্রীব হইয়াছেন, এবং আমার এইরূপ বিপক্ষতায় তাঁহারা আমার উপরে ক্রুদ্ধ হইয়াছেন। রােষের অন্য কারণ এই যে আমিই কংগ্রেস ও তাহার ওয়ার্কিং কমিটির বহু ভ্রম ও ত্রুটি ধরাইয়া দিয়াছি; আরও কারণ, আমি একটা অতি সত্য কথা জোরের সহিত বলিয়াছি, তাহা এই যে―ওয়ার্কিং কমিটির কয়েকজন ব্যক্তি তাহাদের দলগত মতকেই দেশের জনগণের, তথা কংগ্রেসের অন্তর্ব্বর্ত্তী জাতীয় প্রতিনিধিগণের মত বলিয়া ঘোষণা করিতে পারে না; ইহার মত অসাধু কাজ আর কিছুই হইতে পারে না। ইহারা প্রকারান্তরে সামাজ্যবাদেরই সমর্থক, তাই এই সকল ব্যক্তিই আমাকে গালি দিতেছে―আমি জাপানের সাহায্য গ্রহণ করিয়াছি বলিয়া আমি তজ্জন্য কিছুমাত্র লজ্জিত নই। বরং যাহার ব্রিটিশ গবর্ণমেণ্টের সহিত রফা করিতে উদ্যত হইয়াছে, এবং তদ্দ্বারা ব্রিটেনের রাজ-প্রতিনিধি ঐ ভারতীয় বড়লাটের আজ্ঞাধীন হইয়া থাকিতে চায়, তাহাদেরই লজ্জিত হওয়া উচিত। ঐ সহযােগিতার মূলে যদি এমন সর্ত্ত থাকিত যে,―ব্রিটেন এখনই ভাবতের একটি পূর্ণ স্বাধীন জাতীয় গবর্নমেণ্টকে মানিয়া লইবে, তবে কোন কথাই থাকিত না। জাপান তারো চেয়ে বড় উপকার করিয়াছে―সে আমাদের চিরশত্রু ঐ ব্রিটিশের সহিত যুদ্ধ করিবার জন্য অস্ত্র-শস্ত্র সরবরাহ করিয়া সৈন্যদল-গঠনে আমাদিগকে প্রভূত সাহায্য করিয়াছে। ঐ সৈন্যদল আমাদেরই; এই আজাদ-হিন্দ্ ফৌজকে যুদ্ধ শিক্ষা দিয়াছে আমাদেরই ভারতীয় সেনাধ্যক্ষ, সে শিক্ষার ভাষাও ভারতীয় ভাষা। ঐ সৈন্য যে পতাকা বহন করে, তাহা ভারতীয় পতাকা, উহারা যে রণ-বাক্য উচ্চারণ করে তাহা ভারতেরই জাতীয়তা-ব্যঞ্জক। উহার সেনানীগণ সকলেই জাতিতে ভারতীয়। যুদ্ধক্ষেত্রে ইহারা স্বদেশীয় সেনাধ্যক্ষের অধীনে তাহাদেরই আদেশ
পাতা:জয়তু নেতাজী.djvu/২২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশিষ্ট
১৮১