পাতা:জয়তু নেতাজী.djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮২
জয়তু নেতাজী

পালন করে। এই সেনার নাম যদি “পরের হাতের পুতুল” হয়, তাহা হইলে ইংরেজের অধীন ভারতীয় সেনাকে কি নাম দেওয়া উচিত? তাহারা তাে কখন―বিদেশী প্রভু-সেনাপতির অধীনভাবে আদেশ পালন করা ছাড়া কেহই সেই যুদ্ধের চালনা করিতে পারে না। ইহাও কি বিশ্বাস করিতে হইবে যে, ঐ ভারতীয় সৈন্যের ২,৫০০,০০০ জনের মধ্যে অতিশয় নগণ্য দুই-চারিজন মাত্র সেই ‘ভিক্টোরিয়া ক্রস’ লাভ করিবার যোগ্য, যাহা ব্রিটিশ সৈন্যের সর্ব্বশ্রেষ্ঠ বীরত্বের নিদর্শন? আজ পর্য্যন্ত একজনও ভারতীয় সেনা-নায়ক জেনারেল-পদের উপযুক্ত বলিয়া বিবেচিত হয় নাই।

 বন্ধুগণ, আমি আবার বলিতেছি যে জাপানের সাহায্য গ্রহন করিয়াছি বলিয়া আমি কিছুমাত্র লজ্জিত নই। আমি আরও বেশী করিয়া বলিতে পারি যে যদি মহাশক্তিমান্ ব্রিটিশজাতি জানু পাতিয়া আমেরিকার সাহায্য ভিক্ষা করিতে পারে, তবে আমাদের মত একটা নিরস্ত্র ও নির্জ্জীব জাতি কোন মিত্র জাতির সাহায্য লইতে কুণ্ঠিত হইবে কেন? শুধু জাপানের কেন,―আজ যেমন জাপানের সাহায্য লইতেছি তেমনই, যদি আবশ্যক ও সম্ভব হয়, তবে ভারতের হিতার্থে কাল আমরা অপর যে কোন জাতির সাহায্য লইব―কিছুমাত্র দ্বিধা করিব না। যদি বিদেশী অন্য জাতির সাহায্য ব্যতিরেকে ভারত-উদ্ধার সম্ভব হইত, তবে তাহাতে আমি আর কাহারও অপেক্ষা কম আনন্দ, কম গৌরব-বোধ করিতাম না। কিন্তু আধুনিক জাতিসকলের ইতিহাসে আমি এমন একটিও দৃষ্টান্ত খুঁজিয়া পাই নাই, যেখানে কোন পরজাতি-পীড়িত দেশ অপর এক জাতির সাহায্য না লইয়া দাসত্ব-শৃঙ্খল মােচন করিতে পারিয়াছে। যাহারা ভারতের মহাশত্রু তাহাদেরই কোন একটা রাজনৈতিক দলের অনুগ্রহ প্রার্থনা করা অপেক্ষা, সেই মহাশত্রুর শত্রু