অসংখ্য বন্দুকের গুলী তীব্র শব্দে বায়ু ভেদ করিয়া ডাহিনে-বামে ছুটাছুটি করিতে থাকে। যাহারা এই সকলের মধ্যে জীবন যাপন করিয়াও সম্পূর্ণ নির্ভয় থাকিতে পারে, তাহারা লর্ড ওয়াভেলের ঐ প্রস্তাবে কর্ণপাত করিতেও ঘৃণাবোধ করিবে।
বন্ধুগণ, এইবার আমি আজিকার মত আমার কথা শেষ করিব। তৎপূর্ব্বে আর একটি কথা তােমাদিগকে স্মরণ করাইতে চাই। তাহা এই যে,―বিপ্লববাদী বলিতে কেবল সেই মানুষকে বুঝায়, যিনি প্রাণের সহিত বিশ্বাস করেন,―পরিণামে তাঁহার জয় অবশ্যম্ভাবী। যিনি পরাজয়ে নিরুৎসাহ হইয়া পড়ে, তিনি খাঁটি বিপ্লবী নহেন। “সিদ্ধিলাভ হইবেই। যদি নাও হয়, তাহাতে দুঃখ নাই”—ইহাই বিপ্লবীর ধর্ম্মমন্ত্র। আমার এ বিশ্বাস আছে যে,―যদি আমি যুদ্ধ চালাইতে পারি, এবং আন্তর্জ্জাতিক রাজনৈতিক পরিস্থিতির সুবিধা গুলি কাজে লাগাইতে পারি, তবে এই যুদ্ধের পরে আমরা নিশ্চয় স্বাধীনতা লাভ করিব।
“জয়-হিন্দ্”