নেতাজীর বেতার-বার্ত্তা।
[এই বার্ত্তাগুলি Testament of Subhas Bose নামক ইংরেজী গ্রন্থ হইতে সংকলিত হইল]
১
বৈদেশিক রাজনীতি আমি যতখানি বুঝি আর কোন ভারতবাসী তাহা বুঝে না; আমি বালক-বয়স হইতেই ব্রিটিশ জাতিকে চিনিয়া লইয়াছি। [“Perhaps better than any other Indian today I know foreign politics; aud I have known Britishers from my Childhood.”―May 1, 1912]
২
একদিন আমি ঐ ব্রিটিশকে এমন মার দিব যাহা তাহারা জীবনে কখনো ভুলিবে না। ["I shall one day be able to give them the fight of their lives."―August 31, 1942]
৩
ভারতে ব্রিটিশের প্রবেশদ্বার হইয়াছিল বাংলাদেশ, অতএব বাংলার দরজা দিয়াই তাহাদিগকে ভারত হইতে বাহির করিয়া দিতে হইবে। ["It is Bengal that opened the door to the British in India, and Bengal should now show them the way out."―October 15, 1942]
৪
রাত্রির পর দিনের আগমন যেমন সুনিশ্চিত, তেমনই, ভারতকে উদ্ধার করিবার যে শেষ-যুদ্ধ তাহাতে যােগ দিবার জন্যই আমি বাঁচিয়া থাকিব,―দূরে বিদেশ হইতে নয়, একেবারে ভারতের মধ্যে আমার সহযোদ্ধাগণের পাশে দাঁড়াইয়া সেই যুদ্ধ করিব; ইহা ধ্রুব সত্য