পাতা:জয়তু নেতাজী.djvu/২২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশিষ্ট
১৮৭

 বেশ বুঝিতে পারা যাইতেছে, গান্ধী ও অন্যান্য কংগ্রেস নেতা আগে মুসলীম-লীগের সঙ্গে মিটমাট করিয়া (অর্থাৎ মুসলমানকে একটা পৃথক জাতি বলিয়া স্বীকার করিয়া) পরে ব্রিটিশের সঙ্গে একটা রফা করিতে ইচ্ছুক হইয়াছেন। এই মহা অনিষ্ট নিবারণের জন্য এখনই উঠিয়া পড়িয়া লাগিতে হইবে। আমরা নিশ্চিত জানি, উহার ফলে আমাদের দাসত্বই চিরস্থায়ী হইবে। আমাদের দেশকে এই যে খণ্ড-বিখণ্ড করিবার মতলব, ইহার প্রতিরোধ করিতে হইবে। আয়ার্ল্যাণ্ড ও প্যালেস্টাইনের অবস্থা দেখিয়া আমাদের জ্ঞান হইয়াছে; আমরা উত্তমরূপে বুঝিতে পারিতেছি, দেশকে এইরূপ ভাগ করিয়া দিলে তাহার সর্বনাশ করা হইবে―অর্থ-নৈতিক, রাজ-নৈতিক ও সাংস্কৃতিক দুর্দশার চরম হইবে। [“It is clear that Gandhiji and the Cougress leaders wish to compromise with Britain after settling with the League. We must act instantly if we are to prevent this ...It will, we very strongly feel, mean the perpetuation of our slavery....we shall oppose all attempts to divide her and cut her up into bits. Ireland and Palestine have taught us a lesson. We have realised that to divide a country will ruin her economically, culturally and politically."― September 12,1944]

 কংগ্রেস-হাইকমাণ্ডের পক্ষে এমন কাজ কি অতিশয় দূষণীয় ও অশ্রদ্ধাজনক নয় যে, যে সকল পাকা ও প্রবীণ কংগ্রেসী যােদ্ধা ব্রিটিশের সহিত যুদ্ধ করতে বারবার অনুরােধ করেন, তাঁহাদিগকেই তাঁহারা